#Day9 #Ramadan #রমযান
বৃহস্পতিবার, ২২ এপ্রিল।
হাদিসুল কুদসী:
"সমস্ত ইবাদত বান্দা তার নিজের জন্যই করে, কিন্তু রোজা স্বয়ং আমার জন্য। আমি নিজেই রমজানের প্রতিদান দিয়ে থাকি। রোযাদারের মুখগহ্বর থেকে নির্গত সুগন্ধি আল্লাহর কাছে মিস্ক থেকেও উত্তম।"
ক্রমে ক্রমে লেখার মনোবল ক্ষীণ হচ্ছে। দেখি কতদিন লিখতে পারি। আজকের দিন অনেকটা স্বস্তির ছিল। দুটি ক্লাস শেষ করার পর, কিন্তু আরামে বসিনি। অ্যাসাইনমেন্ট লিখতে শুরু করলাম। মীর আমি ও শেরু অফিসেই বসে ১২টা পর্যন্ত লেখায় ব্যাস্ত। ব্যাকগ্রাউন্ডে সফ্ট মিউজিক বাজছে। ১২'টার পর ঘুমাতে গেলাম। একেবারে দুটোর পর উঠলাম।
নামাজ পড়ে বাংলা বইটি পড়তে লাগলাম। দশ পেজ পড়ার পর, অন্যমনস্ক হলে সিদ্দিক উস্তাদের কোর্সটি কমপ্লিট করতে বসলাম। আজ নেট শেষ হয়ে গেছে। টপ-আপ টিও এক্টিভ হয়না। অল্প কিছু লেসনস শেষ করে ছেড়ে দিলাম।
ইসলাম অন ওয়েব বাংলার জন্যে তারাবির আগেই প্রায়ত মৌলানা ওয়াহিদউদ্দিন খাঁন সম্পর্কে একটা প্রবন্ধ লিখে দিলাম। উনাইস উস্তাদ বলেছিলেন। আলহাদুলিল্লাহ, আজ পুরো তারাবিহ মক্তবেই আদায় করলাম। আসমাউল ইমাম হয়েছিল।
আগামীকাল বাড়ি যাবো। তাই আজ রাত্রেই প্রাইজগুলি আনতে হবে। আবার নাফি উস্তাদ একটি অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করার জন্য দিয়েছেন। ম্যাগাজিনের কথাও আজ শেষ করতে হবে। এতগুলি কাজ রাত্রি আহার পর সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ আমাকে আজকেও রাত্রে একাই দারুল ফাওয যেতে হবে।
Comments
Post a Comment