২ দিন। বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২০
“হে ঈমানদারগণ! তোমাদের উপর রো্যা ফরয করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরয হয়েছিল, যাতে তোমাদের পরহেযগারী অর্জিত হয়।” (সুরাহ আল-বাক্বারাহঃ ১৮৩)
কোচিং শুধুমাত্র তিন দিন। সোমবার, বুধবার এবং শুক্রবার। আজ বৃহস্পতিবার। আগামীকাল শুক্রবার আবার কোচিং আছে। এখন শুধু ইংলিশই হবে, যেহুতু ম্যাথের জন্য নাসিম আসেনি।
জুতোর আংটিটা কিছু দিন আগেই কেটে গেছিলো। কাল রাত্রে ওঝোটে পা বেঁকে গিয়ে আরও ছিঁড়ে যায়। বাশির মামুর স্ত্রী নুরী মামী দারুল ফাউয শিক্ষা কেন্দ্রের ইংলিশ মিডিয়ামে পড়ান। তাই বাশির তাকে রাখতে এসেছিল। সে মাছের খাবার আনতে হরিশপুর যাবো বললে আমিও সাথ ধরি। রাস্তায় উষ্রাদের ফোন আসে। প্রশ্ন হয়; কোথায় যাচ্ছি? ফোন লাউডস্পিকারে আছে নাকি?
অবশেষে জুতো ট্রেইলর মুচি খুঁজে বার করলাম। ১০ টাকা খরচ পরলো। মোবাইলে দেখি হোয়াটস অ্যাপে 'নোট অ্যালাউড' ক্যাপশনের সাথে উষ্রাদ একটি ফটো পাঠিয়েছেন। মুচির কাছে গোল হয়ে আমি আর বাশির বসে আছি। পাশে আর এক জন যুবক। ইফতারের জন্য গণ্ডির ভিতর গেলেই তিনি ডাকেন; বলেন: এই রকম হলে এখানেই থাকতে হবে। আগামীতে যেন না হয়। ওর সঙ্গে কখনও যাতে না দেখি।
রাত্রে নাফি উস্তাদের নেতৃত্বে মহিলা ক্লাসের জন্য বিষয় নির্ধারণের উদ্দেশ্যে মিটিং হয়। উস্তাদ তারিক আনোয়ার হুদাবীকেও ডাকা হয়েছিল। চর্চার পর সিদ্ধান্ত হয় যে, আমি প্রথমে ক্লাস করবো। আমার বিষয় মুসলিম মহিলার পরিবারিক জীবন। উস্তাদরা কিছু মুল বক্তব্যের টিপসও দিয়ে দিলেন।
Comments
Post a Comment