Love Day: 12th Rabiul Awwal in Bengali

 প্রেম দিবস ১২ই রবিউল আওয়াল 

এই দিনগুলি মাধূর্যপূর্ণ রবিউল আওয়াল মাসের। এই দিনের ১২ই তারিখ হল প্রেম দিবস এবং পুরো মাসটাই হল প্রেমের। প্রেম অর্থ কী? তা তো হল ভক্তি। এমন ভক্তি যা হৃদয় সমেত পুরো অস্তিত্ব মধ্যে চুম্বক স্বরূপ এক কম্পাঙ্গ সৃষ্টি করে। সারা পৃথিবীর বিস্তির্ণতাকে ভাবনার মধ্যে প্রশমিত করে। তা তো হবইকি! এই


প্রেমকথা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি আল্লাহর প্রিয়তম হযরত মোহাম্মদ ﷺ এর জন্য।

নবী ﷺ -এর আগমন

উক্ত দিনে হুযুর মুহাম্মদ ﷺ স্বশরীরে এই পৃথিবীতে আগমন করেন। তিনার আবির্ভাবে সত্য মিথ্যার পার্থক্য ঘটে। মিথ্যা কিস্রার প্রাসাদের মত ধূলিসাৎ হয়ে যায় এবং সত্য উদীয়মান সূর্যের মতো আবার পরিস্ফুটিত রূপ ধারণ করে। 

প্রেমের ব্যাখ্যা

প্রেম বা ভক্তি বলতে বোঝায় কারও পরিপূর্ণতায় আকর্ষিত হয়ে তার প্রতি এক হার্দিক এবং আন্তরিক টান রাখা। এটি একটি মানুষের প্রাকৃতিক চরিত্র। অনুরূপ, নবীর চরিত্র, মাধূর্য, মর্যাদা এবং পরিপূর্ণতায় আকর্ষিত হয়ে তাঁর প্রতি ভক্তি পোষণ করাই ইশকে নবী বা নবী প্রেম। তাছাড়া, এই আধ্যাতিক

ভক্তি ধর্মের পরিপূর্ণতার জন্যও অপরিহার্য।

 ভক্তি কাকে বলে

ভক্তির কাইদা ও কানুন তিনটি শর্তের উপর নির্ভশীল। প্রথমত অনুসরণ, অর্থাৎ এক প্রকৃতি প্রেমী তার প্রিয়তমকে সর্বদা অনুসরন করবে। তাই রাসূলের সম্পূর্ণ ভক্ত হওয়ার জন্য আমাদেরকে তাঁর জীবন পদ্ধতি সব কিছু অনুসরণ করে চলতে হবে। তবেই আমরা প্রকৃত প্রেমী বলে দাবি করতে পারবো।

দ্বিতীয় শর্ত প্রিয়তমার স্মরণে প্রেমী সর্বদা মগ্ন থাকবে। অনুরূপ রাসূলের প্রেমেও দরকার যে তিনার জিকির, সালাত, সালাম এবং মিলাদের মাধম্যে তিনাকে সর্বদা সরণে রাখি। এর মাধ্যমে আমাদের জীবনেও তৃপ্তি আসবে। 

তৃতীয় কায়দা হল প্রিয়জনের সাক্ষাতের জন্য উচ্চ আকাঙ্খা রাখা। এর উদাহরণ সাহাবাদের মধ্যে ভুরি ভুরি পরিমাণে পাওয়া যায়। 

নবীর প্রেম ও ভক্তি ঈমানের পরিপূর্ণতার জন্য আবশ্যিক। আল্লাহ আমাদের তাঁর হাবিবের প্রেমীদের মধ্যে অন্তর্ভুক্ত করুণ। আমীন।

Comments

Post a Comment