Increasing Israeli Brutality against Palestinians (in Bengali)

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নৃশংসতার বৃদ্ধি


প্রতিনিধি ছবি - (আল-জাজিরা)



আরও পড়ুন: ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে 16 বছর বয়সী ফিলিস্তিনি কিশোর নিহত

সাম্প্রতিক

  • গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ১৫ জনেরও বেশি শিশু নিহত হয়। 10 আগস্ট আল-জাজিরা রিপোর্ট করে: গত শুক্রবার, ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি নতুন আক্রমণ শুরু করেছে, যা এখনও 2021 সালের মে যুদ্ধ থেকে ভুগছে যেখানে 260 জনের বেশি মানুষ হত্যা এবং একাধিক বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়
  • ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী ৮ আগস্ট গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় ১৫ শিশুসহ ৪৪ ফিলিস্তিনি নিহত এবং ৩৬০ জন আহত হয়।


Comments