Ramadan in Lockdown | Day 29

#Day29 #Ramadan 2021

বুধবার, ১২ এপ্রিল।

নবী করীম (স)-এর সাহাবীগণ ঈদের দিন পরস্পরে সাক্ষাৎ করলে একে অপরকে বলতেন: "তাকাববালাল্লাহু মিন্না ওয়ামিনকুম," অর্থাৎ আল্লাহ আমাদের ও তোমাদের কবুল করেন।


কেফায়কে সঙ্গে নিয়ে আগারোটার দিকে মেহেন্দি আনতে আতিফের বাড়ি পলশা গেলাম। মোড়ে দোকানে তার দাদাকে সালাম করে নিলাম। ঈদ উপলক্ষে আজ প্রায় সব দুকানই খোলা। অবশ্যই সৌদি আরবে গত রাত্রে চাঁদ দেখা যায়নি। 

কেফায়কে উজ্জ্বল মাস্টারের বাড়ি তার অনিচ্ছায় নিয়ে গেলাম - এখন আমি তাকে কাকা বলে সম্বোধন করি। আতিফ কোথাও খেলতে বেরিয়েছে। তার বড়ো বোন নীলা আমাদের মেহেন্দির পাতা পেরে দিল। আমি নিজে একটি ডালও ভেঙে দিতে বললাম। বিয়ের পরেই তার সঙ্গে একটু একটু কথা বলতে পারছি। আগে ইচ্ছা করেও সাহসের যোগান পায়নি। সে কি ভাববে এটাই আমার ভয় বা লজ্জা ছিল।...। এই সম্পর্কে আমি আর লিখতেও সাহস পাচ্ছিনা। 

বিকালে হালকা বৃষ্টি আর খুব ঝড়। ভিডিওটির এডিটিং শেষ হয়েছে। লাইনের নিশ্চয়তা আর নেয়। ভাবছিলাম উস্তাদের কোর্সটির শেষ অ্যাসেসমেন্টটি আজ সম্পূর্ণ করবো। কিন্তু আমার মোবাইলের চার্জ সাথ দিলনা। অবশেষে হিন্দুর এডিটোরিয়াল দুটি পড়তে লাগলাম। আর মাত্র দু পার্সেন্টেজ চার্জ আছে। সুইচ অফ হওয়া পর্যন্ত ইউটিউব দেখতে লগালম। 

Comments