Ramadan in Lockdown | Day 27

#Day27 #Ramadan 2021

সোমবার, ১০ এপ্রিল।

রসূল (স) ইরশাদ করেন: যে ব্যাক্তি কোনো এক রোযাদারকে ইফতার করলো, তার জন্য সে ব্যাক্তির সমতুল্য পূণ্য আছে। অথচ: রোযাদারের পুণ্যের কিছুই কমবে না।


ফজর নামায পড় সামাদ আমি দুজনেই মসজিদে বসে একটু তাসবিহ ও আযকার পাঠ করলাম। ক্যাম্পাসে সিদ্দিক উস্তাদ ও নাফি উস্তাদ সময় সময়ে এরকম মজলিস আয়োজন করেন। সেখানে আমাদের সব সময় ভালো না লাগলেও, গ্রামে এগুলো একেবারেই উদযাপিত হয়না বলে মন ব্যাথিত হয়। 

তারপর ১০টার দিকে জেগে হাত পা ধুলাম। আব্বা সাট টাকা দিলেন হাট করার জন্য। তোরাই যা, ঘুরে আই। মন ফ্রি হবে, নাহলে আমিই যেতাম। 

হাট করে মাদ্রাসার পিছনে বাঁশ ঝাড়ে ঠান্ডায় এক ঘন্টা বসলাম। ওর মুম্বাইয়ের আর আমার ক্যাম্পাসের গল্প আরম্ভ হল। 

এসে মোবাইল নিয়ে আবার বিছানায় পরলাম। যোহরের আযান হয়ে গেল। নামায পড়ার পরে গোসল করলাম। বৈকালে মেহেন্দি আনতে আতিফদের বাড়ির উদ্দেশ্যে বার হলাম। কেফায় আবার ফোন করলে, ওকেও সঙ্গে নিলাম। তিনজন মিলে ওদের বাড়ি যেতে আমার খারাপ লাগে, কিন্তু এদের কাউকে মানাও করতে পারিনা। উজ্জ্বল কাকাকে ফোন করলাম।

- দেখেন আপনার, দেরি হয়ে গেল। অতিফকে বলে পাতাগুলি ভেঙে রাখতে বলেন। 

- আমি তো নেয় গো। মকদম্পুর এসেছি।

- আচ্ছা। আতিফ?

- সেও আমার সঙ্গে আছে।

- তাহলে আজ আর যাবনা। পরে গিয়ে আনবো।

তবুও আমরা পলশা গেলাম। মোরে রফিকুল, সহিদুল এদের সঙ্গে দেখা। সামাদ মারফত আমারও বন্ধু। ইফতারের জন্য ব্রেড চপ নিয়ে বাড়ি। 


Comments