#Day25 #Ramadan 2021
শনিবার, ৮ এপ্রিল।
হজরত আয়েশা সিদ্দিকা (রা.) রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! (সা.) আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি, তাহলে আমি ওই রাতে আল্লাহর কাছে কী দোয়া করব? রাসুলুল্লাহ (সা.) বলেন; তুমি বলবে, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া; ফা'ফু আন্নি।’ অর্থাৎ ‘হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন; তাই আমাকে ক্ষমা করে দিন।’ (ইবনে মাজা, সহিহ-আলবানি)
সেহরী করে আজ মসজিদে এলাম, কিন্তু জামাত পেলামনা। বাড়ি ফিরে বাথরুমে গেলাম। এমন স্থানেও মোবাইল ওপেন করতে বিতৃষ্ণা বোধ হয়না। একটু ঘুমিয়ে পাকা বাড়িতে এলাম। জামিল আজ আসেনি। নোভেলটি পড়তে লাগলাম। হঠাৎ ঢুকে পরলাম মেসেঞ্জার চাটে।
ঐশী ফেরেশতার ফ্রেন্ড রিকোয়েস্ট দুজন মিউচুয়াল ফ্রেন্ডস সত্যদাস ও সত্যসুন্দরকে দেখে অ্যাকসেপ্ট করেছিলাম।
আমি: সরি।
ঐশী ফেরেশতা: সত্যসুন্দর আমার ভাইয়া।
আমি: সত্যসুন্দর আপনার ভাই! সরি, আগে আমি বুঝতে পারিনি। আসলে আপনার নামটা তো একেবারে আলাদা। ছেলে মেয়ের অত পার্থক্য বুঝা যায়না। সরি। বাই। গুড নাইট।
ঐশী ফেরেশতা: আরে। ডটার আমি তাঁর। ভয়েস শুনবেন। শুনবেন...। সত্য আমার ভাইয়া। আর কিছু বলার নেয়।
(মেসেজ ডিলেটেড)
আমি: (শনিবার ৭:১০ এ) আমি অতো অবিশ্বাসী নয়। আমি তো মেনে গেছি। শুধু প্রথমে বুঝতে পড়িনি...। আসলে আমি ভালো করে আপনার প্রোফাইলও চেক করিনি তাই। আমার ফেসবুক প্রোফাইলে কোনো মেয়ে ফ্রেন্ড নেয়...। তাই প্লীজ আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকেও আনফ্রেন্ড করছি। অজান্তেই এই বন্ধুত্বর জন্য ধন্যবাদ। প্লীজ আর মেসেজ করবেন না।
ঐশী ফেরেশতা: আমি তো কথা বলতে চাইনা,,, এমনি...(আমি টেক্সটটি বুঝতে পারিনি)। এক্সট্রিমলি সরি,,, আপনার অবিদিয়েন্টলি হয়ে বলছি। আল্লাহ হাফিজ 🤗
আমি: একটু প্লীজ,
মেসেজ দেখে মনে হচ্ছে আপনি রাগ করেছেন।
ঐশী ফেরেশতা: না না এগুলো কি বলুনতো? আমি কি?
আমার এসএমএস করলে কি যায় আসে আর না যায় আসে।
আমি: সোরি 😞
ঐশী ফেরেশতা: আমি তো আমার ক্যান্ডি ক্রাশকেও ইগনোর করি, আর আপনি কে?
তাই আপনার কাছে আমার এসএমএস না করলে হবেনা।
ওকে আল্লাহ হাফিজ
আমি: আসলে আমি কোনো দিন কোনো মেয়ের সঙ্গে এত লম্বা চাট করিনি
তাই প্রথমে একটু ভয় লেগে গেছিল
বিশ্বাস করুন
ওকে বাই
আল্লাহ হাফিজ 🤲🤲🤲
ঐশী ফেরেশতা: ওকে বাই
আল্লাহ হাফিজ🤲🤲🤲
আরে বাপরে! আর কোনোদিন কাওকে বলব না যে আর মেসেজ করবেন না। সত্যিই শুধু শুধু আমি সেই ফেরেশতাকে ইনসাল্ট করে ফেললাম। আসলে আমার তা উদ্দেশ্যেই ছিলনা। তবুও এখন তার জন্য অনুতাপ অনুভব করছি। মনে হচ্ছে তাকে এবার আমি ফ্রেণ্ড রিকোয়েস্ট পাঠিয়ে আবার ক্ষমা চেয়ে নিবো। আবার মনে হচ্ছে সামনে ঈদেই তাকে মুবারকবাদ দিয়ে টেক্সট মেসেজ করবো। কিন্তু তার আমার সাহস নেয়। আবার মনে হচ্ছে আমি সেই ঐশী ছায়া পাওয়ার সপ্তজনের একজন হয়ে গেছি।
শাহীম বার বার বলে শুধু ইংরেজী জানলে হবেনা। কখন কি বলতে হয় সেটাও জানা উচিত। তার কোথায় আমি রেগে যেতাম। কিন্তু এখন মনে হচ্ছে সে ঠিকই বলতো।
আসর নামায পর লিলুর সঙ্গে কথা বলতে বলতে ক্রিকেট মাঠে পৌঁছালাম। সে আমাকে নামাযের আত্তাহিয়্যাতু ও দরুদ শুনাতে লাগলো। আরোও আগ্রহের সঙ্গে তার সাথে মিশে তাকে সব ভালো করে বলে দিলাম। এই রকম জ্ঞান বিতরণে ভালোই আনন্দ লাগে। তার কথায় হোয়াটসঅ্যাপে দুআদ্বয়ের বাংলায় টেক্সট এবং ভয়েসও পাঠিয়ে দিলাম। এদুটি ভালো করে হয়ে গেলে মাসুরাও শিখবে সে। কিন্তু খেলায় আজ আরও পিছিয়ে থেকে গেলাম। কালকের খারাপ পারফরম্যান্সের ফলে আজ শুধু মাত্র ফিল্ডিংয়ই আমার ভাগ্যে। না বল, না বাট কিছুই পায়নি। দুটি ম্যাচই হেরে গেছিলাম।

Comments
Post a Comment