Day23 #Ramadan 2021
বৃহস্পতিবার, ৬ এপ্রিল।
"রোযা এবং কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য শাফাআত করবে। রোযা বলবে: হে প্রভু! আমি তাকে দিনের বেলা খাবার ও মনের বিলাস থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার জন্য আমার সুপারিশ কুবুল করুন। অনুরুপ কুরআন বলবে: আমি তাকে রাতে ঘুমাতে বাধা দিয়েছিলাম, অতএব, তার জন্য আমার সুপারিশ স্বীকার করুন। অতঃপর তিনি (আল্লাহ) বলবেন: তোমাদের দুয়েরই সুপারিশ স্বীকার করা হবে।"
গত পরশু সন্ধ্যায় দুহাজার টাকা আব্বার হাতে দিলাম আর কিছু মায়ের হাতে। বাকি দুহাজার টাকা সেনারুলকে সঙ্গে নিয়ে আজ পলশা ব্যাংকে রেখে এলাম। কাইফকে ফোন লাগালাম তো উঠালোনা। গিয়ে দেখি সে মাছ ধরছে। যাওয়ার পথে সামিউল্লাহর ছাতাটি নিয়ে নিলাম। গতকাল বৈকালে ঘুব বৃষ্টি। ইফতারের সময়ও নিকটবর্তী। তাই খালিদ আর আমি ছাতা এনেছিলাম। সে প্রায় বলে: না, তাহলে আজ এখানেই ইফতার হয়ে যাক।
আজ বিকেলে সবার সঙ্গে দেখা হয়েগেলো। রমযান, সিরাজুল ও আবুদার সবাই ছিল। সকালে সাজিদুরের সঙ্গেও দুর থেকে ইশারা হয়েছিলো। কৃষ্ণা, অজয়, বরুণ, নাফিস, সুমন, আরও কত সব প্রাথমিক স্কুলের বন্ধু। সুমন আর কবির সঙ্গে গতরাতে তারাবিতে দেখা হয়। ছোটো থেকে পারার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, সামাদ আজ মুম্বাইয়ে চেপেছে। আগামী দুদিনের মধ্যে পোঁছে যাবে। রাহুলও নায়। সে আর আসিফ কেরালা থেকে কুরবানীতে আসবে। তবুও নুরুজ্জামান একা আসছে। ঈদ পর তার বিয়ে আছে যে। কামালের তো এগেই হয়ে গেছে। কামাল, সখিরুল, সুভান, হাসিবুল এরা সব গ্রামেই আছে।
সাখিরুল বললো: জাম তোলার নিচে খেলা চলছে। পলসার ছেলেদের সঙ্গে ম্যাচ ছিল।
- কাল আমাকেও ভাগ করিস। কি হলো? জিতলি না হারলি?
- একবার একবার করি দুট্যয়।
- কাল যাবো তাহলে, ইন শা আল্লাহ্।
Comments
Post a Comment