Day22, Ramadan 2021
বুধবার, ৫ এপ্রিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানে দশ দিন ইতেকাফ পালন করতেন; যে বছর তিনি ইন্তেকাল করেন, সে বছর তিনি বিশ দিনের জন্য ইতিকাফ পালন করেছিলেন। [আল বুখারী]
সেহরীতে দুধ রুটি খেলাম। একটু অপেক্ষা করে ফজরের নামাজ বাড়িতেই পরলাম। তারপর উঠি সাড়ে সাতটার দিকে। ওই বাড়িতে আব্বা কিছু ছোটো ছেলে মেয়েদের টিউশন পড়ান। সেখানেই গেলাম। ওখানে আবার শুয়ে পড়লাম। দেখি দশটার সময় জামিল এসে হাজির। গত কাল তার মা দারুল হুদায় ভর্তির জন্য পড়াবার লেগে বলে গেছে। ওকে আধ ঘণ্টা পড়িয়ে মোবাইল ঘাঁটতে লাগলাম।
জোহরের আগে এলিফ শাফাকের ফোরটি রুলস অফ লাভ পড়তে লাগলাম। খানিকটা পড়ে ভালোই লাগতে লাগলো। ভাবলাম, ইনশা আল্লাহ এই রমজানে এই বইটা শেষ করবই।
বইটা আমার হাতে অনেক দিন থেকেই আছে। বারবার একটু করে পড়েছি, আবার রেখে দিয়েছি। নোশন প্রেসে 'সেভেনটিন কেরাক্টেরিস্টিকস অফ প্রফেট মুহাম্মদ স' প্রকাশ করায় একটি কিন্ডেল ও দুটি বই পুরুস্কার স্বরূপ পেয়েছিলাম। এটি সেই দুটি বয়ের একটি।
বিকালে আসর নামাজ পর প্রাত্যহিক অভ্যাস মাদ্রাসার মাঠের দিকে হাঁটলাম। সবাই ছিল আজ। অনেক দিন পর এই একটা সেলফি ইনস্টাগ্রামে পোস্ট করলাম। টুপি পরে নাই বলে ফেইসবুকে ছারলামনা। অনেক সময় বিনা টুপিতেও ফেসবুক পোস্ট করি। আসলে তা আসল কারণ নয়।
Comments
Post a Comment