#Day20 #Ramadan #রমযান
সোমবার, ৩ এপ্রিল।
"হে আল্লাহ, তুমি ক্ষমাশীল। তুমি ক্ষমা ভালোবাসো। সুতরাং, আমাদের ক্ষমা করো।"
(রমযান শেষ দশদিনের দুআ)
ভাবছিলাম মক্তবের পরীক্ষা শেষে বাড়ি যাবো আজ। কিন্তু উস্তাদ বললেন কালকেও পরীক্ষা নিয়ে উত্তরপত্র চেক করে যেতে। থেকে গেলাম আর একদিন। কোচিংয়ের ফিসটাও উঠিয়ে নিলাম। গতকাল বলে দিয়েছিলাম ১০০ টাকা করে লাগবে। আসলে তারাই জিজ্ঞেস করেছিল কত করে আনতে হবে। একশো টাকা দিতে তাদের কষ্ট হয়। অবশেষে ছ'জনের কাছ থেকে ৮০ টাকা করে পেলাম। এগুলি সবই আমার।
আজ মুনকির হোসেনের বাড়িতে দাওয়াত ছিল। তাঁর মহেশপুরের জামাই খুব সুন্দর খাওয়ালেন। রাত্রে বিরয়ানি ছিল। ফিরবার পথে মায়ের কাছে আজ আশ্চর্য কথা শুনলাম। আব্বা হাঁসতে হাঁসতে বললেন:
-তোর মা বলছে তারাতারি বিয়ে কর। সে কাজ করতে পারেনা।
উত্তর কি দিবো ভেবে না পেয়ে হঠাৎ বললাম।
- একে কি বলছেন।
- দেখ কেনে তোর মা?
- আমি তো এখন ছোটো আছি।
- বলছে কাজ করতে পারিনা।
- তারানা কি করছে? সে কাজ করবে।
- উ আবার করে নাকি?
- হ্যাঁ, কাল পয়সা পাবো। মায়ের লেগে মিক্সচার মেশিন কিনে নিয়ে যাবো।
আমার মোবাইল কিবোর্ড হাং হয়েগেছে। টাইপিং করতে খুব বিরক্ত লাগছে। মমতা কিভাবে আবার সিএম হতে পারে বিষয়ক ভিডিওটি খুব ভিউজ পাচ্ছে। ভিডিওটির জন্য স্পেশাল কমপ্লিমেন্টও পেলাম বিলালের কাছে। এই রকম সময় সময় ইউটিউবে ভিডিও আপলোড করি। ভাবি একদিন পাক্কা ইউটিউবার হয়ে যাবো।
Comments
Post a Comment