#Day17 #Ramadan #রমযান
শুক্রবার, ৩০ এপ্রিল।
"আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'দিন রোজা রাখতে নিষেধ করেছেন; ঈদুল ফিতরের দিন এবং কুরবানীর (ইদুল আদহা) দিন।"
(বুখারী ও মুসলিম)
খাদিমুদ্দিন কুরআন খনির দাওয়াত দিয়ে গেছে। ফজর নামাজ আজ গ্রামের মসজিদে পড়ার কথা। কিন্তু সেহরীর পর ভাবলাম মসজিদে নামাযের জন্য যদি যায়, তাহেল আজ ঘুমাতে পাওয়া যাবেনা। সোজা এসে ক্লাস ধরতে হবে। আলতাফ খাদিমুদ্দিনকে ফোন করে জেনে নিলো আমাদেরকে কত পারা পাঠ করতে হবে। আমাকে চার নং পারা দুবার তিলাওয়াত করতে বলা হলো।
গত দুদিন ধরে মহিলা ক্লাসের জন্য প্রস্তুতি করছি। আজ আবার মিটিং ছিল। নাফি উস্তাদের কাছে বিশেষ হিনটসও নিয়ে নিলাম। মিটিং-এ আমাদের সালেরি সম্পর্কেও কথা হল। উস্তাদ বললেন: কোচিং-এ যা পয়সা উঠে সবই তোমার। তোমার শ্রমের ফল। আমরা শুধু শিক্ষার সার্বিক প্রসার চায়; আর কিছু না।
ইফতার ও রাত্রির খাবার সেই কুরআন খনির বাড়িতেই হলো। খুব সুন্দর ভোজন করালেন বাড়ির অধিকর্তা। তাঁর আব্বার মারা যাওয়া চল্লিশা আজ। সেই ক্ষেত্রে ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে আজ এই মহা ভোজন। মগরব নামাযের পর তাঁর কবর যিয়ারতেও গেছিলাম। গ্রামের ইমাম সহেবেও ছিলেন।
Comments
Post a Comment