#Day13 #Ramadan #রমযান
সোমবার, ২৬ এপ্রিল।
"আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে উদার ব্যক্তি ছিলেন; এবং তিনি রমজান মাসে সর্বাধিক উদার হয়ে যেতেন। জিব্রিল (আ:) প্রতি রাতে তাঁকে দেখা করতেন এবং কোরআন তেলাওয়াত করাতেন। এই সময়কালে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা বৃষ্টি বায়ুর চেয়ে দ্রুততর আকার ধারণ করে।"
আজ বুধবার। দিন লিখছি সোমবারের। গতকাল সারাদিন ও অর্ধেক রাত ধরে অ্যাসাইনমেন্টেরই কাজ করছিলাম। তাই সময় দিতে পারিনি। তবুও হিন্টস লিখে রেখেছিলাম।
গত বৃহস্পতিবার ওয়াহিদ স্যারকে নিয়ে গ্রাম দর্শনে গিয়েছিলাম। হরিশপুর মাযার পর্যন্ত গেলাম। সেখানে একটি সেলফিও নিলাম। পরের দিন অন্যদিকে যাওয়ার কথা হল।
আমি তাঁকে বলেছিলাম যে দুদিনের জন্য আমি বাড়ি যাবো। ইনশা আল্লাহ সোমবার ফিরে মঙ্গলবার আবার বের হবো। তারপর যখন সোমবার ফিরে এলাম। ওয়াহিদ স্যার বলেন তাঁর মাটির ঘরে প্রবেশ করার ইচ্ছা। কেরালায় এসব বিরল তো। কথা দিলাম ইনশা আল্লাহ কাল কে হবে। কিন্তু ভাগ্যে ছিলনা। বৈকালে আরম্ভ হলো বৃষ্টি।
সেহরীতে আব্বার কল রিসিভ করে আবার ঘুমিয়ে গেলাম। ভাবলাম ৩:২০'তে উঠে সেহরী করে নিবো। কিন্তু একেবারে ৪:২০'তে জাগি। আজকেও বিনা সেহরীতে রোযা রাখতে হবে।
বিনা সেহরী। খুব কষ্ট হল মায়ের তৈরি করা রুটি ভাজি এমনই ফেলে দিতে। রাত্রেই একটু যা খেয়েছিলাম। মক্তবের এক বাচ্চাকে খাওয়ার জন্যও বললাম। সে নিলোনা। বড়ো অনুতাপের সঙ্গে আব্বাকে মিথ্যা বলতে হল।
গতকাল ওয়াহিদ স্যারের সঙ্গে তোলা সেলফিটি ফেইসবুকে পোস্ট করেছিলাম। ভালোই প্রতিক্রিয়া দেখাচ্ছে। ওয়াহিদ স্যারকে ওয়াল পেইন্টার হিসেবে কেউ জানেনা। আর তিনি জানাতেও চাননা। তাই ওয়াহিদ স্যারের ইচ্ছায় পোষ্টটি ডিলেট করে দিলাম।
Comments
Post a Comment