Ramadan in Lockdown | Day 12

#Day12 #Ramadan #রমযান 

রবিবার, ২৫ এপ্রিল।

"যে ব্যাক্তি রমজানের সম্পূর্ণ রোযা পালন করলো এবং তারপরে শওওয়ালের ছয়টি রোযা রেখে তা অনুসরণ করলো। সেই ব্যাক্তির রোযা চিরকাল রোযা রাখার সমতুল্য।"

(মুসলিম)

সেহরী করে আজ ঘুমিয়ে পরেছিলাম। ফজর আদায়ের জন্য জাগতে পারিনি। পরে কাজা করে নিয়েছিলাম। এদিক ওদিকে দিন কেটে যায়। বাড়িতেই ছিলাম; যে রোদ্রের ক্রোধ, অন্যদিকে যায়নি। 

আগেই গোসল করে নিলাম। তারপর একটু এসাইনমেন্ট লিখতে বসলাম। ইংলিশ অ্যাট ওয়ার্কপ্লেস টা সম্পূর্ণ হলো। আজ আবার মক্তবের উদ্দেশ্যে বার হবো। সবাই বলছে দুদিনের জন্য কেনো এলি। মাঁ আমার সমস্ত ইফতারের সরঞ্জাম করে দিল। যদি রাস্তাতেই ইফতার সারতে হয়। তেল দেওয়া রুটি, চানাচুর চিরা ভাজা ব্যাগে ভরে নিলাম। আব্বা জামা দুটো স্ত্রী করে দিলেন। তারপর, সবাইকে দুঃখে ভরা মনকে মুখের হাঁসি দিয়ে লুকিয়ে বিদায় দিলাম। পলসা থেকে সাইকেল ফেরত নিয়ে আসার জন্য ইউসুফকে সঙ্গে নিলাম। 

একটু অপেক্ষাতেই টোটো পেয়ে যায়। ভাড়াও কম নেয়। ৩০ টাকা। মুরারয়ের মসজিদে কাপড় পরিবর্তন করে আসর নামায পরলাম। একটু হেঁটে নতুন বাজারে ভীমপুরের টোটো ধরলাম। প্রথমে নাফি উষ্টাদকে বলে দিয়েছিলাম যে আমি যাচ্ছি। পরে আসমাউলকেউ জানালমা।

আজ যুবকদের জন্য ইফতার পার্টি আয়োজন করা হয়েছে দারুল ফাওযে। এখানেই ইফতার করলাম। আলহাদুলিল্লাহ আগেই পৌঁছে গিয়েছিলাম। জালাল, নাসিম, আলিমুদ্দিন আরোও অনেকের সঙ্গে দেখা হল। 

এখানেই তারাবি পরে রাতের খাবারের জন্য দারুল হুদা গেলাম। 

Comments