Ramadan in Lockdown | Day 11

#Day11 #Ramadan #রমযান 

শনিবার, ২৪ এপ্রিল

"জান্নাতে রায়য়ান নামক একটি বিশেষ দরজা আছে। কিয়ামতের দিন রোযাদার ব্যাক্তিরা এই দ্বার দিয়ে জান্নাতে প্রবেশ করবেন; তারা ছাড়া অন্য কেও প্রবেশ করবেনা। ডাকা হবে: রোজাদাররা কোথায়? তখন রোযাদাররা দাঁড়াবেন; তাঁরা ছাড়া অন্য কেউ প্রবেশ সেটা দিয়ে যাবেনা।  তাঁদের প্রবেশ হয়ে গেলে দরজা বন্ধ করে দেওয়া হবে। তারপর কেউ প্রবেশ করবেনা।"


সেহরী খেয়ে বাড়িতেই ফজর নামাজ পরলাম, আর মসজিদ গেলাম না। একেবারে জাগি ন'টার পর। দাদীকে তোষামোদ করে রিচার্জের দেড়শো টাকা নিলাম। বললাম যে আপনার সব বেটিকে ফোন করিয়ে দিবো। 

তারপর, এসাইনমেন্ট লিখতে বসলাম। আযান দিলে তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওযু করলাম। মাঁ গোসল করতে মানা করলো। কাল গা ধুয়েছি, আজ আর ধুতে হবেনা। জ্বর হয়ে আছে, ঠান্ডা লেগে যাবে।

জামাত পায়নি। একটু পরে মসজিদে গেলাম। একাই নামাজ পড়ে একটু কুরআনও তিলাওয়াত করলাম। পুরো সূরা নহল। কেফাই কে ফোন করে বললাম: চল একটু পলসা। এটিএম অ্যাপ্লাই করতে হবে। সাইকেল বার কর। আমার লিক হয়ে আছে। ওদিকে আব্বা সাইকেলটি লিক সারতে নিয়ে যায়। 

আজকে পুরো তারাবিহ পরলাম। বাপরে, প্রায় দেড় ঘণ্টা! আজকে লিখতে অনেক দেরি হলেও ছাড়িনি। 

Comments