Reciting Surah Kahaf in Juma' in Bangla

 কুরআন শরীফের পনেরো সলো পারায় অবস্থিত আঠেরো নম্বর সূরা সূরাতুল কাহাফ। সূরাটির আয়াত সংখ্যা একশো দশ। এটি মক্কায় অবতীর্ণ হয় এবং খুব বৈশিষ্ট্যপূর্ণ। বিশেষ করে শুক্রবার দিন বা রাতে সুরাতুল কাহাফ তিলাওয়াত করার ফজীলত অনেক।

আবু সাঈদ খুদরি (রা.) বর্ণনা করেন যে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম বলেছেনঃ

যে ব্যাক্তি জুমা'র দিনে সূরাতুল কাহাফ পাঠ করবে, তার জন্য এক জুমা' থেকে অপর জুমা' পর্যন্ত নুর হয়ে উজ্জ্বলিত হবে। 


আবদুল্লাহ বিন ওমর (রা.) থেকে বর্ণিত হয়েছে যে: যে ব্যাক্তি জুমা'র দিনে সুরাতুল কাহাফ তিলাওয়াত করবে তার জন্য এক জুমা' থেকে অপর জুমা'র মধ্যবর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। 

সুনানে নাসাঈতে বর্ণিত হয়েছে যে, যে ব্যাক্তি সুরাতুল কাহাফের শেষ দশ আয়াত পড়বে, সে দাজ্জালের গণ্ডির বাইরে থাকবে এবং দাজ্জাল তার ওপর কোনোরূপ প্রভাব বিস্তার করতে পারবে না।


Watch in video:






Comments