Poem on Spritual Solidarity in Bengali (বৃথা পার্থনা)


বৃথা পার্থনা 

এখন আমি একা,

পথ ধরে হেঁটে চলেছি,

সঙ্গে আমার নির্যাতিত চেতা।

স্পর্শ হল 'পড়শী'র উপলব্ধি!

বাসনা করি, 'সর্বদা 

থাক আমার দেহ-নয়নে' 

কিন্তু হায়! আমার অনুরোধ বৃথা।

ত্যাগ করে আমায় ক্ষণে ক্ষণে।


Comments