Poem on Spritual Destination in Bengali (গন্তব্যস্থল)

গন্তব্যস্থল

 

 রাতের ওই স্নিগ্ধ অন্ধকারে,

পঞ্চবাহিনীর ওই ঘন গণ্ডিকারে,

ক্ষেতের ওই মাঝ-দিগন্তে,

ঊর্ধ্ব-পাতালের ওই মধ্যখানে,

মনে হয় গিয়ে বসে

তোমারই সমারোহ স্বরণে।

দরকার কী! গন্তব্যস্থল?

এখানেই তো! এই ধরনে!


Comments