উপেক্ষা...!
ঐশী ফেরেশ্তা, কলকাতা
সে (উপেক্ষাকারী): যাও যাও বিরক্ত করোনা আমায়।
আমি (উপেক্ষিতা): (নিঃশ্চুপ... কিছুক্ষন পর বললাম) বড্ড ভালোবাসি তোমায়। আঃ! একথা তুমি কেনো বোঝনা?
উপেক্ষাকারী: ব্যাস্ত আছি আমি।
উপেক্ষিতা: তোমার মুখে 'ব্যাস্ত' কথাটা শুনে বড়ো লাগে গো আমায়।
উপেক্ষাকারী: উফ:!
উপেক্ষিতা: এমন করোনা দোহায়, লাগে আমায়।
উপেক্ষাকারী: ঘ্যানঘ্যান করো না। কথা বাড়ায়োনা।
উপেক্ষিতা: তোমার অবহেলা আমি সহ্য করতে পারছিনা।
উপেক্ষাকারী: আর আমি তোমায় সহ্য করতে পারছিনা...।
Sad Tragedy
ReplyDelete