কোরোনার কারণে শিক্ষার গতি বিচ্যুত


শেফালীর ব্যাবস্থা আছে, সে অনলাইন ক্লাস করে, কিন্তু শোয়েবের নেয়। শাহিদ মাদ্রাসায় হাফেজি পড়তো, এখন সে পাগ পাওয়ার স্বপ্নও দেখেনা। ক্লাস ফাইভে পড়া ফাহিমের মা তাকে লুকিয়ে লুকিয়ে রাজমিস্ত্রির কাজে পাঠাচ্ছে, তার বাবার খাদানী কাজ এখন বন্ধ। এমনই একটি লেখনী পড়েন ইসলামওয়ানওয়েব_বাংলা সাইটে

Comments