দারুল হুদায় অনন্য সৃজনশীল কলা-কীড়ার প্রতিযোগি

Faraz' 21: A Unique Fest

শিক্ষা বয়ের মধ্যে সীমিত নয়। জ্ঞানার্জনের গন্তব্য কখনও নির্দিষ্ট নয়। বুদ্ধি বৃদ্ধি পায় অভিজ্ঞতা, অন্বেষণ, গবেষণা ও কার্যকরতার মাধ্যমে। এই লক্ষ্যকেন্দ্র উদ্ভাসিত করার নিমিত্তে দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাসে ধারাবাহিক এক সপ্তাহ চলল কলা-কীড়ার অভিনব ফেস্ট ফারায'২১ যাতে শিক্ষার্থীরা হয়ে উঠে আসল দক্ষতার অধিকারী।


ফারায'২১ আন্তঃশ্রেণী প্রতিযোগিতা দুটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়; যথাক্রমে কীড়া ও কলা প্রতিযোগিতা। ক্যাম্পাসের সমস্ত পড়ুয়াদের চারটি দলে ভাগ করা হয় যথা বিস্ফোরস, হরমুজ, মালাক্কা এবং জিব্রাল্টার। টিমগুলির নাম বিখ্যাত চারটি ট্রাইটের নামানুসারে রাখা হয়েছিল। প্রতিভা প্রকাশের এই প্রতিযোগিতার ফাইনাল হয় এপ্রিল ৯, ১০ ও ১১ তারিখে। তাছারা, কীড়া প্রতিযোগিতা তিন দিন আগে থেকেই আরম্ভ হয়ে যায়।

ফারায'২১ আর্টস ফেস্টে বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা সংযুক্ত করা হয়। যেমন ক্যাম্পাস ট্যালেন্ট, সংসদীয় ডিবেট, প্রজেক্ট প্রেসেন্টেশন প্রভৃতি। এই সমস্ত প্রভাবশালী আয়োজন ছাত্রদের আরও অ্যাকাডেমিক ও এক্সেলেন্সের ক্ষেত্রে সমৃদ্ধ হওয়ার অনুপ্রেরণা প্রদান করে।

শেষের দিন সমস্ত বিজয়ী ছাত্রদের একটি বিশেষ আয়োজনে যথাযথ পুরুস্কারে ভূষিত করা হয়। এই সৃজনশীল কলা-কীড়ার প্রতিযোগিতা ফারায'২১ আর্টস ফেস্ট সতিই অনন্য ও অভিনব।

Comments