দারুল হুদা প্রাঙ্গনে বিরাট জালসা
আবু তাহের, হরিশপুর
শুক্রবার সন্ধ্যায় ৬ টায় উসবাহ-এর, দারুল হুদা ২ য় ব্যাচের ছাত্র সংগঠন, কর্তুপক্ষের নেতৃত্বে দ্বীতিয় খলিফা উমার [রাঃ]-এর জিবনী উপলক্ষে এক বিরাট ধর্মিয় জালসা আয়োজন করা হয় দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাস সংলগ্নে প্রাসনে। উক্ত প্রধান জীবনই বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাহিম রেযা, বক্তা সামিউল সেখ, কারি মুবারাক হুসেন ও শিল্পি রাইহান রেজা। এর সাথে আরও অনেকে উপস্থিত ছিলেন।
রায়হান রাজার গজল পরিবেশন
মোঃ সাহিম রেজা উমার [রাঃ]-এর ইসলাম গ্রহণ, প্রজাদের প্রতি ইসলামিক সংবিধানুসারে সঠিক বিচার ইত্যাদি বিশেষ বিশেষ বিষয়-এর উপর বক্তব্য উপস্থাপন করেন। পরযাইক্রমে জালসা জারি ছিল রাত ৮.০০ পরযন্ত।
অবশেষে
আসান্তিচ সব জালসা দর্শকবন্ধুদের জন্য জালসার শেষে উসবাহর কর্তিপক্ষ শির্নির ব্যাবস্থা করা হয়েছিল।
Masha allah
ReplyDelete