USBAH Brothers Organizes Jalsa

 দারুল হুদা প্রাঙ্গনে বিরাট জালসা

আবু তাহের, হরিশপুর

শুক্রবার সন্ধ্যায় টায় উসবাহ-এর, দারুল হুদা ২ য় ব্যাচের ছাত্র সংগঠন, কর্তুপক্ষের নেতৃত্বে দ্বীতিয় খলিফা উমার [রাঃ]-এর জিবনী উপলক্ষে এক বিরাট ধর্মিয় জালসা আয়োজন করা হয় দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাস সংলগ্নে প্রাসনে উক্ত প্রধান জীবনই বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাহিম রেযা, বক্তা সামিউল সেখ, কারি মুবারাক হুসেন শিল্পি রাইহান রেজা এর সাথে আরও অনেকে উপস্থিত ছিলেন

রায়হান রাজার গজল পরিবেশন

মোঃ সাহিম রেজা উমার [রাঃ]-এর ইসলাম গ্রহণ, প্রজাদের প্রতি ইসলামিক সংবিধানুসারে সঠিক বিচার ইত্যাদি বিশেষ বিশেষ বিষয়-এর উপর বক্তব্য উপস্থাপন করেন পরযাইক্রমে জালসা জারি ছিল রাত .০০ পরযন্ত

অবশেষে আসান্তিচ সব জালসা দর্শকবন্ধুদের জন্য জালসার শেষে উসবাহর কর্তিপক্ষ শির্নির ব্যাবস্থা করা হয়েছিল

Comments

Post a Comment