"হরিজন'২১" দারুল হুদার এক অভিনব সর্বব্যাপী ক্যারিয়ার গাইডেন্স আয়োজন
মুরারাই: কেরালার দারুল হুদা ভীমপুরে প্রতিষ্ঠিত হওয়ার এক দশকে পদার্পণ করেছে। দিনের পর দিন সামাজিক উন্নতির নব্য নতুন প্রক্রিয়া প্রণয়ন করে অভিনব দৃষ্টান্ত সৃষ্টি করেছে এই অত্যাধুনিক ইসলামিক প্রতিষ্ঠান। আজ একটি নতুন ইতিহাস লিপিবদ্ধ হল উক্ত ক্যাম্পাসের সৃজনশীলতার কর্মলিপিতে। ছাত্র সংগঠন মিসবাহ কর্তৃক অনুষ্ঠিত হল স্থানীয় পড়ুয়াদের জন্য এক সর্বব্যাপী ক্যারিয়ার গাইডেন্স সেশন।
দারুল হুদায় অন্য এক মেডিক্যাল সচেতনতার সেশন |
উক্ত ক্যারিয়ার গাইডেন্স ও অভিযোজন অধিবেশনটি মোটিভেশনাল স্পিকার ওস্মার্ট ইংলিশ-এর প্রতিষ্ঠাতা কলকাতার স্যার আবেদীন হক আদির নেতৃত্বে সকাল ১০টা থেকে সারা দিন ব্যাপী চলে। উক্ত সেশনের উদ্দেশ্যে স্থানীয় স্কুল মাদ্রাসার মাধ্যমিক ছাত্রদের আমন্ত্রিত করা হয়। মাধ্যমিক ছাত্র আব্দুস সামাদ বলে:
"এই ক্যারিয়ার গাইডেন্স ওরিয়েন্টেশন ক্লাস পেয়ে আমরা ভবিষ্যত সম্পর্কে সচেতন হতে শিখলাম। শুধু পুঁথিগত পাঠ্য বিষয় পড়ে কিছু হওয়া যায়না। ভবিষ্যত নির্মাণের জন্য অন্তনিহিত দক্ষতাকে শনাক্ত করে উন্নত পদক্ষেপ নিতে হবে।"
ট্রেনার আবেদীন দারুল হুদার ছাত্রদের সঙ্গেও কথা বলেন। তিনি তাদের উদ্দেশ্যে শেষ কথা বলে যান:
"তোমাদের জন্যে একটি নতুন পৃথিবী অপেক্ষা করছে। তোমরা নিজেকে প্রস্তুত করো এবং সেই পৃথিবীর দিকে অগ্রসর হয়। নিজেকে সাহায্য করো, অবশ্যই সর্বশক্তিমান ইশ্বর তোমাদের সহায়তা করবেন।"
আজকের সারাদিনের গাইডেন্স প্রোগ্রামের নির্দেশিকা ছাত্রদের ভবিষ্যত সম্পর্কে সজাগ ও সচেতন হওয়ার অনুপ্রেনা জাগিয়েছে। নিজের ভবিষ্যত আবিষ্কারের একটি উদ্দীপনা হিসেবে প্রমানিত হল সারা দিন ব্যাপী এই ক্যারিয়ার গাইডেন্স আয়োজন হরিজন'২১।
Comments
Post a Comment