দারুল হুদায় ‘জ্ঞান পরির্বতন’ অনুষ্ঠান
দারুল হুদা বেঙ্গল কাম্পাসে গত বৃহস্পতিবার রাত ছিল এক মিলনের রাত। কেরলের দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির দুটি ফলদায়ক শাখা পূর্ব ভারতের স্যাতঁসিতে মাটিতে বর্তমান শতকে প্রসারিত হয়ে স্থানীয় মানুষদের তাদের মিষ্ঠান্ন ফল উপভোগ করাচ্ছে।এলাকার মানুষ হচ্ছে সুস্থ ও পরিপূর্ণ পুষ্টি-সম্পূর্ণ। পশ্চিম বঙ্গ ও আসামে দারুল হুদার শাখাদ্বয় এখন বিশাল বৃক্ষের আকার ধারন করতে চলেছে।দুটি শাখার মিলন তাহলে কতই মুধুর, কতই শক্তির হয়।
‘সিদরা’ সদস্য আযিয তার ইংরেজি বক্তব্যে |
“আসাম এবং পশ্চিম বঙ্গে মুসলিম মম্প্রদায়ের অবস্থা প্রায় সমান। দুই রাজ্যেয় তারা দারিদ্রতার শিকার। প্রয়োজন নবউন্থানের। তাই আমরা আপনাদের কর্মকলাপ দর্শনের উদ্দেশ্যে এখানে এসেছে। আপনাদের সাহায্য দরকার। আমরা সমাজ ও সম্প্রাদায়ের জন্যে একসঙ্গে কাজ করব।” ‘সিদরা’ সদস্য আযিয তার ইংরেজি বক্তব্যে এইরকম আবেগপূর্ণ মনের কথা প্রকাশ করে।
আসামি ছাত্রদল একদিন থেকে শনিবার নিজ রাজ্যে প্রত্যাগমন করে। দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাসের ছাত্র হাসানুর ইসলাম বলে যে তাদের সঙ্গে আলাপ-আলোচনা একটি বিরাট অভিজ্ঞতার বিষয় এবং দুই শ্রেণীর আন্তঃসম্পর্ক আগামিতে অবশ্যই একটি ভালো ফলাফলের প্রভাবি হয়ে প্রামানিত হবে।
Thank you for the news?
ReplyDelete