DH Assam Students Meets Their Bengal Counterparts

দারুল হুদায় ‘জ্ঞান পরির্বতন’ অনুষ্ঠান

দারুল হুদা বেঙ্গল কাম্পাসে গত বৃহস্পতিবার রাত ছিল এক মিলনের রাত। কেরলের দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির দুটি ফলদায়ক শাখা পূর্ব ভারতের স্যাতঁসিতে মাটিতে বর্তমান শতকে প্রসারিত হয়ে স্থানীয় মানুষদের তাদের মিষ্ঠান্ন ফল উপভোগ করাচ্ছে।এলাকার মানুষ হচ্ছে সুস্থ ও পরিপূর্ণ পুষ্টি-সম্পূর্ণ। পশ্চিম বঙ্গ ও আসামে দারুল হুদার শাখাদ্বয় এখন বিশাল বৃক্ষের আকার ধারন করতে চলেছে।দুটি শাখার মিলন তাহলে কতই মুধুর, কতই শক্তির হয়।

‘সিদরা’ সদস্য আযিয তার ইংরেজি বক্তব্যে
দারুল হুদা আসামের প্রথম ব্যাচের ছাত্র সংগঠন ‘সিদরা’ সদস্যমন্ডলি তাদের ছুটির অবসরকে কাজে লাগিয়ে দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাসের দর্শনে রওনা হয়। ‘সিদরা’র ১৫জন সঙ্গত ভ্রমনদল দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাসে বৃহস্পতিবার দুপুর ১২.৩০-এ উপস্থিত হয়। অতিথি ছাত্রদের যথাযথ সেবা পরায়নের দ্বায়িত্ব বরন করে বেঙ্গল ক্যাম্পাসের তৃতীয় ব্যাচ বা সপ্তম শ্রেণীর ছাত্রদল যথা আলিফ ব্রাদার্স যেহেতু আসামি বন্ধুরাও সপ্তম শ্রেণীর পড়ুয়া। তারপর রাত্রে একটি সার্বিক মিলনের অনুষ্ঠান আয়োজিত হয়। মিলন মঞ্ছে আসন গ্রহন করেন দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাসের প্রধান অধ্যাক্ষ উস্তাদ সিদ্দিক হুদাবী এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। তাছারা ক্যাম্পাসের সমস্ত ছাত্র এই স্বাগতম অনুষ্ঠান উপস্থিত হয়ে মিলন উৎসবকে সাফল্য মন্ডিত করে তলে।

 “আসাম এবং পশ্চিম বঙ্গে মুসলিম মম্প্রদায়ের অবস্থা প্রায় সমান। দুই রাজ্যেয় তারা দারিদ্রতার শিকার। প্রয়োজন নবউন্থানের। তাই আমরা আপনাদের কর্মকলাপ দর্শনের উদ্দেশ্যে এখানে এসেছে। আপনাদের সাহায্য দরকার। আমরা সমাজ ও সম্প্রাদায়ের জন্যে একসঙ্গে কাজ করব।” ‘সিদরা’ সদস্য আযিয তার ইংরেজি বক্তব্যে এইরকম আবেগপূর্ণ মনের কথা প্রকাশ করে। আসামি ছাত্রদল একদিন থেকে শনিবার নিজ রাজ্যে প্রত্যাগমন করে। দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাসের ছাত্র হাসানুর ইসলাম বলে যে তাদের সঙ্গে আলাপ-আলোচনা একটি বিরাট অভিজ্ঞতার বিষয় এবং দুই শ্রেণীর আন্তঃসম্পর্ক আগামিতে অবশ্যই একটি ভালো ফলাফলের প্রভাবি হয়ে প্রামানিত হবে।

Comments

Post a Comment