দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাসে উদযাপিত হল অমর একুশে

মুরারই: দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র সংগঠন মিসবাহ-এর বাংলা উইংয়ের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে শহীদ স্মরণ পালিত হল ক্যাম্পাস প্রাঙ্গণে। সভাপতিত্বের স্থান গ্রহণ করেন বীরভূম প্রান্তিক সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত সাহিত্যিক নাসির ওয়াদেন ও কবি সুনন্দ মন্ডল। তাছাড়া ক্যাম্পাসের অন্যান্য শিক্ষকগণও উক্ত মঞ্চে অপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিশেষভাবে শহীদ স্মরণ, কবিতা আবৃত্তি ও বিভিন্ন ভাষাভিত্তিক আলোচনার মধ্য দিয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত চলে। কবি নাসির ওয়াদেন স্মরণ দিবসের সম্পৃক্ত ইতিহাস বর্ণনা করে বিভিন্ন কবিতা পাঠ করেন এবং নিজের সাহিত্য যাত্রা ব্যাখ্যা করে ছাত্রদের উৎসাহিত করেন। অনুরূপ লেখক সুনন্দ মন্দলও তাঁর আলোচনার মাধ্যমে পড়ুয়াদের আকৃষ্ট করেন। অবশেষে সভাপতি অতিথি এবং ছাত্রদের মধ্যে উন্মোক্ত সাহিত্য আলোচনা হয়, যা কি খুবই প্রভাবশালী এবং আকর্ষক ছিল। ছাত্রদের মধ্যে সাহিত্য সচেতনতা এবং ভাষা সংবেদনশীলতা আবিষ্কারে অনুষ্ঠানটি খুবই সহায়ক হয়ে প্রমাণিত হয়।

Comments