Daily Life Hadith with Bengali Translation




হাদিস

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، رضى الله عنهما قَالَ قَال رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: ‏"‏مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلاَةُ وَمِفْتَاحُ الصَّلاَةِ الْوُضُوءُ."‏

অর্থ

জাবির ইবনু আব্দুল্লাহ (রা:) থেকে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: " জান্নাতের চাবি হচ্ছে নামায, আর নামাযের চাবি হচ্ছে ওযু। "

উৎস

জামি' আত- তিরমিযি

ব্যাখ্যা

উক্ত হাদিস থেকে সহজ ভাবে  আমরা দুটি জিনিস বিশ্লেষণ করতে পারি:
১) জান্নাতের দ্বার খোলার জন্য নামায একটি অপরিহার্য ইসলামের অঙ্গ।
২) নামাযের সম্পন্যতা ওযুর শুদ্ধতার ওপর নির্ভশীল।

চর্চার জটিল বিষয় ছেড়ে হাদিস থেকে আমরা ইসলামে নামাজের অপরিসীম গুরুত্ব সম্পর্কে জানতে পারি। তাই নামাজের সঠিক পাবন্দী রাখা সমস্ত মুসলমানের ওপর আবশ্যিক। 
অনুরূপ আমরা ওযুর সম্পর্কেও ধারণা পায়। আসলে হাদিসটির মাধ্যমে ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্বের দিকেও যথেষ্ট ইঙ্গিত পাওয়া যায়। অনেক গ্রাম্য মুসলমান পরিচ্ছন্নতার প্রতি খেয়ালই রাখেনা। কিন্তু মনে রাখা উচিত যে এটাও একটি ধর্মীয় অংশ।

#HadithOnNamaz
#HadithOnCleanness
#IslamAndCleanness

Comments