দারুল হুদা বেঙ্গল ক্যাম্পসে
ভীমপুর, 29 জুলাই: প্রতিবন্ধকতা নিয়ে আসে বিভিন্ন সুযোগ এবং সুযোগ্ই অতঃস্থিত দক্ষতার বহিঃপ্রকাশ ঘটায়। এই আধুনিক পরিকল্পনা নিয়ে বীরভূমের ভীমপুরে অবস্থিত দারুল হুদা দিন-প্রতিদিন অগ্রগতির শিখর স্পর্শের চেষ্টায় অবরত। এই প্রতিষ্ঠানের ছাত্রদের উদ্যোগে কোন না কোন অনুষ্ঠান প্রাত্যহিক ভাবে উদযাপন হয়েই থাকে। আজ প্রভাত পাখির ডাকে সারা দিয়ে দ্বিতীয় ব্যাচের ছাত্র সংগঠন উসবাহ ব্রাদার্স-এর উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গনে এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল কমিউনিকেশন দক্ষতা অর্জন করা।
ভীমপুর, 29 জুলাই: প্রতিবন্ধকতা নিয়ে আসে বিভিন্ন সুযোগ এবং সুযোগ্ই অতঃস্থিত দক্ষতার বহিঃপ্রকাশ ঘটায়। এই আধুনিক পরিকল্পনা নিয়ে বীরভূমের ভীমপুরে অবস্থিত দারুল হুদা দিন-প্রতিদিন অগ্রগতির শিখর স্পর্শের চেষ্টায় অবরত। এই প্রতিষ্ঠানের ছাত্রদের উদ্যোগে কোন না কোন অনুষ্ঠান প্রাত্যহিক ভাবে উদযাপন হয়েই থাকে। আজ প্রভাত পাখির ডাকে সারা দিয়ে দ্বিতীয় ব্যাচের ছাত্র সংগঠন উসবাহ ব্রাদার্স-এর উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গনে এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল কমিউনিকেশন দক্ষতা অর্জন করা।
ইংরেজি এবং আরবি ভাসায় ভাষণ, সংগীত পাঠন ইত্যাদির মাধ্যমে অনুষ্ঠানটি এগিয়ে চলে। শপথ গ্রহণ অনুষ্ঠানের একটি আকর্ষণীয় উপস্থাপনা ছিল, যা থেকে সবাই 'পড়বো, গড়বো' মনোবল নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের সংকল্প নেয়। দারুল হুদার প্রিন্সিপাল ড. সিদদিকুল আকবর হুদাবী উসবাহ ব্রাদার্সের উপস্থাপনা দেখে আকৃষ্ট হয়ে বিভিন্ন একাডেমিক কর্মের পরামর্শ দেন। এই অ্যাসেম্বলির সব থেকে উৎকৃষ্ট পর্যায় ছিল 'আপকি আদালত'-সম উপস্থাপনায় যাতে ভারতীয় বর্তমান রাজনৈতিক ধারার চিত্র তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে মুগ্ধ হয়ে দারুল হুদা ছাত্রবৃন্দ, সমস্ত শিক্ষক উসবাহ ব্রাদার্সের অভিনন্দন জানায়।
Auspicious programme
ReplyDeletenice
ReplyDeleteFine
ReplyDeleteWanting more...
ReplyDeleteSuper